খাদি শিল্পের অগ্রগতিতে নারী উদ্যোক্তার অংশগ্রহণ প্রয়োজন

একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য নারী-পুরুষ উভয়ের কর্মক্ষম হওয়া প্রয়োজন। আর আমাদের দেশের বেলায় সেটা আরও গুরুত্বের সাথে আলোচনা করা উচিৎ। কারন দেশের মোট জনসংখ্যার মধ্যে নারীর সংখ্যাই বশি। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী পুরুষের চেয়ে নারীর সংখ্যা প্রায় ১৬ লাখ বেশি। কাজেই অর্থনৈতিক উন্নয়নে নারীর অংশগ্রহণ সবার আগে নিশ্চিত করতে হবে।

১৯ই নভেম্বর আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। যার মূল প্রতিপাদ্য বিষয় হলো নারী উদ্যোক্তাদের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি এবং ভালো সমাজ ব্যবস্থা গড়ে তুলে দেশের উন্নতি সাধন করা।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যত দিন যাচ্ছে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। যার মধ্যে অনলাইনে নারী উদ্যোক্তাদের ভুমিকাও দিন দিন বেড়েই চলেছে। একজন দেশি পণ্যের খাদি উদ্যোক্তা হিশেবে আমি চাইবো খাদি শিল্পে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাক। কারন এই শিল্পের রয়েছে অপার সম্ভাবনা। আর এই সম্ভাবনাকে সফল করতে প্রয়োজন এদিকে উদ্যোক্তা গড়ে উঠা।

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে প্রতিটি নারী উদ্যোক্তার সফলতা কামনা করছি। তাদের হাত ধরেই যেন দেশি পন্য সর্বত্র ছড়িয়ে পড়ে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *