পণ্যের জনপ্রিয়তা তৈরি করতে হলে প্রয়োজন পণ্যের প্রচার যার মাধ্যমে সাধারণ মানুষের মাথায় সেই পণ্য সম্পর্কে আলাদা একটি পিকচার তৈরি হবে। যেমনটা আমরা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে দেখতে পাই। সেই বিজ্ঞাপনের শব্দ কানে আসলেই আমরা বলতে পারি এটা কোন পণ্যের বিজ্ঞাপন। আবার মাউথ মার্কেটিং এর মাধ্যমেও পণ্যের প্রচার বৃদ্ধি করা যায় তবে এর জন্য ব্যবহারকারীর পণ্য নিয়ে সন্তুষ্টি৷ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।

আমাদের দেশীয় শাড়িগুলো আমাদের ঐতিহ্যকে বহন করে চলে। বাঙালি নারী বলতেই শাড়ির প্রতি তার ভালোবাসা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এমন অনেক শাড়ি আছে যা ঐতিহ্যগত হলেও তার প্রচার তেমন একটা দেখা যায় না বা ব্যবহার করলেও শাড়ির নাম অনেকে জানেনা। যেমন টাঙ্গাইল শাড়ির প্রচার যেভাবে রয়েছে সেভাবে খাদি শাড়ির প্রচার নাই। আবার খাদি শাড়ি ব্যবহার করলেও তা বিভিন্ন নামে সবার কাছে পরিচিত। এই যেমন খাদি শাড়িতে ব্লক, বাটিক করা হলে সে শাড়িগুলো ব্লক – বাটিকের শাড়ি নামেই পরিচিতি পায়। যদি আমরা বলি খাদি শাড়িতে ব্লক বা বাটিক করা হয়েছে তাহলে কিন্তু খাদি শাড়ির পরিচিতি বাড়বে। বর্তমানে দেশীয় পণ্যের প্রচারের জন্য দেশীয় শাড়িগুলো আলাদা গুরুত্ব পাচ্ছে কারন শাড়ির অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে এবং এই পণ্য থেকে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তাই দেশীয় প্রতিটি শাড়ির আলাদা পরিচিতি তুলে ধরতে পারলে এগুলোর চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাবে কারন এতে করে সাধারণ মানুষ এসব শাড়ি সম্পর্কে জানতে পারবে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *