বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে দেশীয় পোশাক পরার রীতি চালু করতে হবে
প্রতি বছর সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ বিরাজ করে নতুনভাবে নিজেকে গড়ে তোলার জন্য। অর্থাৎ শিক্ষা জীবনে ডিগ্রী অর্জন করে ক্যারিয়ার নিয়ে কাজ করার চিন্তা শুরু হয়।
এই অনুষ্ঠানে অনেক সময় ড্রেস কোড নির্ধারণ করে দেয়া হয় বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এটি লক্ষ্য করা যায়। আবার অনেক সময় বন্ধুরা সবাই মিলে একি ধরনের পোশাক পরার পরিকল্পনা করে থাকেন। যদি এখানে আমাদের ঐতিহ্যবাহী পোশাকগুলোকে ড্রেস কোড হিসেবে নির্ধারণ করা হয় তাহলে কিন্তু আমাদের দেশীয় পোশাকের প্রচার হবে অনেক বেশি।
যেমন ঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে খাদি পোশাককে সব সময়ের জন্য ড্রেস কোড হিসেবে নির্ধারণ করা। হাতে তৈরি খাদি দিয়ে তৈরি যেকোন ধরনের পোশাক তারা পরে আসতে পারবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় যদি প্রতি বছর একটা করে ঐতিহ্যবাহী পোশাক এসব অনুষ্ঠানের জন্য নির্ধারণ করে তাহলে দেশীয় পোশাকের প্রতি শিক্ষার্থীদের আলাদা আগ্রহ তৈরি হবে।