এক রঙের খাদি শালের উপর ব্লক এবং বাটিক প্রিন্টের কাজ
শীতকালীন পোশাক হিসেবে শাল অন্যতম একটি পণ্য। প্রতি বছর শীতের সময় শালের চাহিদা থাকে চোখে পরার মতোন। গত দুই বছরে অনলাইনে দেশীয় শালের প্রচার বৃদ্ধির কারনে এখন দেশীয় শালের চাহিদাও বেড়েছে। অনেক উদ্যোক্তাই তাদের উদ্যোগের শালগুলোতে ক্রেতার চাহিদা অনুযায়ী ভিন্নতা আনার চেষ্টা করছে। এর ফলে দেশীয় শালের প্রতি ক্রেতাদের আগ্রহ প্রকাশ পাচ্ছে।
আমার উদ্যোগ থেকে আমি খাদি শাল নিয়ে কাজ করছি। বেশিরভাগ সময় এক রঙের খাদি শাল নিয়ে কাজ করা হলেও অনেক সময় চেষ্টা করেছি শালের উপর অন্য কাজ করে ভিন্নতা আনতে। খাদি শালে ব্লক এবং বাটিক অনেকেই পছন্দ করেন। আর যারা ব্লকের কাজ করেন তারা নিজ ডিজাইনের মাধ্যমে শালে নিজস্বতা ফুঁটিয়ে তোলার চেষ্টা করেন।
খাদি শালের জন্য এটি ভালো দিক। কারন ক্রেতা সব সময় নতুনত্ব দেখতে চায় এবং প্রতি বছর ফ্যাশনে নতুন নতুন অনেক ডিজাইন এড হয়। তবে ব্লক – বাটিকের চাহিদা এখনও সেই আগের মতোই আছে। তাই এক রঙের খাদিতে ব্লক – বাটিকের ডিজাইন করে তা আরও সৌন্দর্যমন্ডিত করে তুলতে হবে।