”সেপ্টেম্বর মাসে আমাদের প্রিয় Protap Palash ভাই খাদি হিজাবের উপর একটি ক্যাম্পেইন করেন। এই অসাধারণ মূহুর্তের সাক্ষী হতে পেরে সত্যিই খুব ভালো লাগা কাজ করেছে। খাদি যেহেতু আমাদের ঐতিহ্যবাহী কাপড় তার প্রচারণা খুব জরুরি। যতদিন যাচ্ছে খাদি কাপড়ে যোগ হচ্ছে নতুন মাত্রা। যা আমরা খাদি হিজাবে দেখতে পেয়েছি। এটি হিজাব প্রেমীদের জন্য অসাধারণ একটি হিজাব। হিজাবটি অনেক বড় ও চওড়া হওয়াতে এটা হিজাব বা ওড়না হিসেবেও ব্যবহার করা যাবে অনায়াসে।
আমি খাদি শাড়ি,পাঞ্জাবিতে হ্যান্ড পেইন্ট করার জন্য উপযুক্ত মনে করেছি। এবার খাদি হিজাব এ হ্যান্ড পেইন্ট করে নতুন অবিজ্ঞতা হয়েছে। খাদি হিজাবটি এতটাই নরম যে তাতে হ্যান্ড পেইন্ট না করলে মনে হয় আমি এত কাছ থেকে এই খাদি হিজাবটি গবেষণা করতে পারতাম না। খুবি আরাম আরাম এই হিজাবটি। সারাদিন পরে থাকলেও কোন ক্লান্তি আসবে না।”
পোস্ট সূত্র: খাদিবিডি।