আরিফা মডেলের মাধ্যমে ছোট গ্রুপে খাদির প্রচার বাড়ছে
আরিফা মডেলের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২০১৯ সালের ১লা জুন আরিফা মডেল শুরু হয়েছিল এবং তখন অনেকেই বলেছেন আরিফা মডেল করা হয়েছে আরিফা আপুর পরিচিতি বৃদ্ধির জন্য এবং সেল বৃদ্ধির জন্য। কিন্তু আজ ১৭ মাস পরে এসে আমরা আরিফা মডেলের সুবিধা উপভোগ করতে পারছি। কারন এর ফলে দেশি পণ্যের প্রচার অনেক বেড়েছে এবং পাশাপাশি দেশি পণ্যের উদ্যোক্তাদের দক্ষতাও বৃদ্ধি পেয়েছি।
একজন দেশি পণ্যের খাদি উদ্যোক্তা হিশেবে আরিফা মডেলের সুফল আমি নিজে ভোগ করছি। কারন এর ফলে আমি আমার পণ্যের জন্য তথ্যবহুল কন্টেন্ট তৈরি করতে পারছি।এছাড়া ছোট ছোট গ্রুপে খাদি নিয়ে আরিফা মডেল ফলো করে অনেক কন্টেন্ট তৈরি হচ্ছে যা খাদির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আমি আশাবাদী আগামী দিনগুলোতে খাদির প্রচারে আরিফা মডেল সবচেয়ে বেশি কার্যকরী হবে। কারন এর মাধ্যমে খাদির দক্ষ উদ্যোক্তা গড়ে উঠবে। আর একজন দক্ষ উদ্যোক্তা খাদি নিয়ে তার অভিজ্ঞতার আলোকে সামনে এগিয়ে যাবে যা খাদি ইন্ডাস্ট্রির অগ্রযাত্রায় সহায়ক হবে।