শীতে খাদি পাঞ্জাবীর সাথে খাদি কটি
শীত মানেই উৎসবের আমেজ। তা সেটা যেকোন ধরনের অনুষ্ঠান হোক না কেন। এ সময় যেমন শীত উপলক্ষে পিঠা মেলার আয়োজন করা হয় দেশের বিভিন্ন জায়গায় তেমনি বিয়ের অনুষ্ঠান, পিকনিক, পরিবার বা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া সবটাই থাকে। তাই এ সময় ছেলেদের পোশাক হিশেবে পাঞ্জাবীর চাহিদাটাও থাকে বেশি। কারন বিয়ের অনুষ্ঠান এবং মেলার আয়োজন এসব জায়গায় ছেলেরা পাঞ্জাবীটকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। আর ছেলেদের পাঞ্জাবী হিশেবে পছন্দের শীর্ষে থাকে খাদি পাঞ্জাবী।
আর খাদি এই পাঞ্জাবীর সাথে খাদি কটি হলে কিন্তু সেটা আরও মানিয়ে যাবে। যেহেতু শীতকাল তাই খাদি কাপড়ের তৈরি যেকোন পোশাক শীত নিবারণের জন্য অন্যতম। আর শীতে যেকোন পোশাকের সাথে শীতের কাপড় পরতে হয় এক্ষেত্রে পাঞ্জাবীর সাথে কটির মেলবন্ধনটা কিন্তু দারুণ হবে। আর এর জন্য শীতের এক্সট্রা কোন কাপড় পরতে হবে না। এর ফলে একসাথে খাদি কাপড়ের তৈরি দুটি পণ্যের ব্যবহার করা যাবে।
আমাদের যে তরুণ সমাজ রয়েছে তাদেরকে দেশীয় পোশাকের প্রতি আকৃষ্ট করতে তাদের চাহিদা অনুযায়ী দেশীয় কাপড়ের তৈরি পোশাকের মধ্যে নতুনত্ব যেমন আনতে হবে তেমনি দেশীয় এসব পোশাক নিয়ে আলোচনাও করতে হবে।