মেয়েদের পোশাকের সাথে খাদি কটির ব্যবহার
বর্তমানে টিন এজারদের কাছে কটি খুব জনপ্রিয় যদিও কটি সব বয়সী নারীদেরকেই মানিয়ে যায়। কটির ব্যবহার অনেক আগে থেকেই চল আসছে। আগে এক রঙের কটির ব্যবহার থাকলেও বর্তমানে বিভিন্ন ডিজাইনের কটির ব্যবহার লক্ষ্য করা যায়। এক সময় শুধু ছেলেরা কটি ব্যবহার করতো কিন্তু এখন মেয়েরাও স্বাচ্ছন্দ্য যেকোন পোশাকের উপর কটি ব্যবহার করছে।
এখন যেহেতু হালকা হালকা শীত পড়েছে তাই এ সময় ভারী শাল বা শীতের পোশাক বেশিক্ষণ গাঁয়ে জড়িয়ে রাখা যায় না। এর সহজ সমাধান হতে পারে কিছুটা মোটা কাপড়ের তৈরি কটি পরার মাধ্যমে। যেমন ঃ হাতে বুনা খাদি কাপড়ের কটি হতে পারে এর জন্য সহজ সমাধান। যেকোন পোশাকের সাথেই কটি মানিয়ে যায় হোক তা সেলোয়ার-কামিজ বা শাড়ি। তবে এক্ষেত্রে কাট এবং লুকে কিছুটা পরিবর্তন আনা যেতে পারে এতে করে নতুনত্ব প্রকাশ পাবে।
মেয়েদের খাদি কটি ব্যবহারের মাধ্যমে হাতে তৈরি খাদি কাপড়ের ফিউশনধর্মী একটি পণ্যের চাহিদা বাড়বে বলে আমি মনে করি। তবে এর জন্য আমাদেরকে এনিয়ে প্রচারণা চালাতে হবে।