স্টোরি টেলিং এর মাধ্যমে খাদির প্রচার বৃদ্ধি করতে হবে
বাংলাদেশের খাদির ইতিহাস শত বছরের। অর্থাৎ যদি ভারতীয় উপমহাদেশের হিসাবে বলি তাহলে এর সাথে শত বছরের ইতিহাস জড়িয়ে আছে। তাই স্বভাবতই এই শিল্পের সাথে জড়িয়ে আছে হাজার হাজার গল্প। এর কিছু আমরা শুনেছি আবার এমন অনেক কিছু আছে যা এখনও অজানা। যদি এই গল্পগুলো তুলে ধরা যায় তাহলে মুখে মুখে খাদির আরও প্রচার করা সম্ভব।
এখন কথা হচ্ছে এতো পুরাতন ইতিহাস আমরা কোথায় পাব কারন শত বছরের ইতিহাস জানে এমন মানুষের সংখ্যা খুব বেশি যে হবে না তা আমরা সবাই জানি। তাহলে আমাদের যেটা করতে হবে তা হচ্ছে যারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে খাদি সম্পর্কে জেনেছে তাদের গল্পগুলো তুলে ধরা।
এবার যখন কুমিল্লায় মাঠ পর্যায়ে খাদির তথ্য সংগ্রহের জন্য গিয়েছিলাম সেখানে এমন অনেক তথ্য জেনেছি যা আগে জানা ছিল না। এই যে আমরা যারা সেখানে যাচ্ছি তারা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন কিছু জানতে পারছি। আমাদের এই জানা বিষয়গুলো গল্প আকারে তুলে ধরতে পারলে তাহলে কিন্তু খাদির প্রচার করা সম্ভব। এছাড়া মার্কেটিং এর একটি সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গল্পের ছলে পণ্যের মার্কেটিং করা। কারন গল্প শুনতে আমরা সবাই পছন্দ করি।