বাংলাদেশে বর্তমানে বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে চারুকলা অনুষদ রয়েছে যেখানে অনেক ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে আবার অনেকে পড়াশোনার শেষ করে এই সেক্টরের বিভিন্ন জায়গায় কাজ করছে। প্রতি বছর আমাদের সাংস্কৃতিক এবং জাতীয় অনুষ্ঠানে তাদের হাতের ছোঁয়ায় চারিদিক হয়ে উঠে উৎসমূখর। তাদের এই প্রতিভাকে কাজে লাগাতে হবে আমাদের দেশীয় পোশাকের নতুনত্ব আনার ক্ষেত্রে।
বিশ্ববিদ্যালয়গুলো যদি প্রতি বছর তাদের স্ব স্ব অনুষদ থেকে ছাত্র-ছাত্রীদের তৈরি দেশীয় পোশাকের বিভিন্ন ডিজাইনের পোশাক নিয়ে প্রদর্শনীর আয়োজন করে তাহলে দেশীয় পোশাকের প্রচার যেমন বাড়বে তেমনি এসব ছাত্র-ছাত্রীদের মাঝে দেশীয় পোশাক নিয়ে কাজ করার আগ্রহও তৈরি হবে। কারন তাদের ক্রিয়েটিভ মাইন্ড দেশীয় পোশাকে আলাদা রূপ দিতে পারে।
খাদির এক রঙের কাপড়ে রং-তুলির আচরে নতুন নতুন ডিজাইন ফুঁটে উঠবে যা সাধারণ ক্রেতাদের খাদি কাপড়ের তৈরি পোশাক কিনতে উৎসাহিত করবে। তবে এসব কিছুর জন্য তাদেরকে এদিকে মনোনিবেশ করাতে হবে। এর জন্য বিশ্ববিদ্যালয় থেকে নানা উদ্যোগ গ্রহণ করতে হবে যেমন ঃ দেশীয় পোশাকের ডিজাইন নিয়ে গবেষণার উদ্যোগ নিতে হবে। এতে করে ছাত্র-ছাত্রীদের মাঝ থেকে অনেক মতামত উঠে আসবে এবং সমস্যা থাকলে সেগুলোর সমাধান করাও সম্ভব হবে।