শিক্ষাঙ্গনে দেশীয় পোশাকের ব্যবহার
দেশীয় পণ্যের প্রচার, প্রসার এবং দেশীয় পণ্য নিয়ে তরুণদের আগ্রহী করে তুলতে প্রয়োজন শিক্ষাজীবন থেকেই তাদের মধ্যে দেশি পন্য নিয়ে জানার, বুঝার এবং কাজ করার মানসিকতা তৈরি করা।
বর্তমানে ‘ক্যারিয়ার ডেভেলপ ইন ই-কমার্স’ শীর্ষক বিষয়বস্তুর মাধ্যমে দেশীয় পণ্যের উদ্যোক্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনার আয়োজন করছে যেন একজন শিক্ষার্থী তার শিক্ষাজীবন থেকেই দেশি পন্য নিয়ে কাজ করে সফল উদ্যোক্তা হতে পারে। এই পদক্ষেপগুলো শিক্ষার্থীদের দেশীয় পণ্য নিয়ে কাজ করতে মানসিকভাব প্রস্তুত করবে বলে আমরা আশাবাদী।
তবে সেই সাথে দেশীয় পণ্যের ব্যবহার শিক্ষা প্রতিষ্ঠানে করা গেলে সেটা আরও ফলপ্রসূ হবে দেশি পন্য প্রচারের জন্য। যেমনঃ প্রতি বছর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সমাবর্তনের আয়োজন করা হয়ে থাকে। সেখানে যদি ছাত্র-ছাত্রীদের দেশীয় পোশাক পরে আসতে বলা হয় তাহলে কিন্তু সেই পণ্যের প্রচারের পাশাপাশি চাহিদাও বাড়বে। এছাড়া বিভিন্ন বিভাগে বা জেলায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে সমাবর্তন অনুষ্ঠানে সেখানকার ঐতিহ্যবাহী পোশাকটি পরে আসতে বলা হলো। যেমন ঃ কুমিল্লা জেলার কোন শিক্ষা প্রতিষ্ঠানে সমাবর্তনের আয়োজন করা হলে খাদি কাপড়ের তৈরি পোশাক পরে আসতে নির্দেশ দেয়া হলে। এতে দেশীয় পণ্যের প্রচারের পাশাপাশি সেই জেলার ঐতিহ্য সম্পর্কে তথ্য ছড়িয়ে দেয়া সহজ হবে।