খাদি দিবস
বাংলাদেশের ঐতিহ্যবাহী বিশেষ কিছু কাপড়ের মধ্যে খাদি কাপড় অন্যতম। এই কাপড়ের রয়েছে হাজার বছরের ইতিহাস। তাই সাধারণ মানুষের মাঝে খাদি নামটি পরিচিতি। কারন তারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে যুগে যুগে এই কাপড়ের নাম শুনে আসছে যা এখনও চলমান। ভারতীয় উপমহাদেশের অন্যতম দেশীয় পণ্য ছিল খাদি কাপড়ের তৈরি পোশাক যা এক সময় প্রতিবাদের ভাষা হিসেবেও প্রকাশ পায়।
এই যে এতো শত ইতিহাস এতো গল্প অবশ্যই তার একটি আলাদা পর্যাদা থাকা উচিৎ। তাই বিশেষ এই পণ্যটিকে সবার মাঝে স্বরণীয় করে রাখতে যেকোন একটি বিশেষ দিনকে ‘খাদি দিবস’ হিসেবে পালন করা যেতে পারে। এই দিবসটি হতে পারে সেসব মহান ব্যক্তিদের বিশেষ কোন দিনকে উদ্দেশ্য করে যারা বাংলাদেশে খাদি পণ্যের জনপ্রিয়তা তৈরি করতে পরিশ্রম করে গেছেন।
যদি খাদি দিবস পালন করা হয় তাহলে সাধারনের মাঝে খাদি পণ্যের পরিচিতি আরও বেড়ে যাবে এবং নতুন প্রজন্মকে হাজার বছরের ঐতিহ্য বহন করা খাদি সম্পর্কে জানানো সহজ হবে।