গামছা হিশেবে খাদি কাপড়ের ব্যবহার
গামছা এই উপমহাদেশের বহুল ব্যবহৃত একটি পণ্য। বিশেষ করে ভারত এবং বাংলাদেশে গামছার ব্যবহার হয়ে থাকে সবচেয়ে বেশি। তোয়ালের পরিবর্তনে অনেকেই গামছা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন। এছাড়া এই পণ্যটি রপ্তানিতেও গুরুত্ব বহন করে চলছে। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের দেশের তৈরি গামছা রপ্তানি হয়ে থাকে। এর অবশ্য যথেষ্ট কারন আছে। কারন মধ্যপ্রাচ্যের এসব দেশে অনেক প্রবাসী বাঙালি থাকেন যাদের চাহিদার কথা চিন্তা করেই গামছা রপ্তানি হয়ে থাকে এসব দেশে।
গামছার এই চাহিদার কথা মাথায় রেখেই অন্যান্য কাপড় দিয়ে গামছা তৈরিতে উদ্যোগ গ্রহণ করতে হবে বা অন্য কাপড় গামছা হিশেবে ব্যবহারের উপযোগী করে তুলতে হবে। যেমন : গামছা হিশেবে আমরা খাদি কাপড়ের ব্যবহার করতে পারি। বিশেষ করে যেগুলো সুতি খাদি কাপড় রয়েছে সেগুলো গামছা হিশেবে ব্যবহার করা যেতে পারে। তবে এর জন্য প্রয়োজন প্রচারণা যেন মানুষ এই পণ্যের ব্যবহার সম্পর্কে জানতে পারে। খাদি কাপড়ের তৈরি গামছার ব্যবহার বাড়লে খাদি শিল্পে আরও একটি পণ্যের চাহিদা তৈরি হবে যা এই শিল্পকে এগিয়ে নিয়ে সহায়তা করবে।