নজরুল “জন্মজয়ন্তী” পালনে দেশীয় পণ্যের ব্যবহার
আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪ তম জন্মদিন। এই উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি ছিলেন সম্প্রীতি, দ্রোহ, প্রেম ও গণমানুষের কবি। তার লেখায় সব সময় উঠে আসতো দেশের প্রতি দায়িত্ব – কর্তব্য এবং ভালোবাসার কথা। দেশের স্বার্থে তার বিদ্রোহী রূপ প্রকাশ পেয়েছে তার লেখার মাধ্যমে। তাই তার কথা মনে হলেই এক ধরনের দেশপ্রেম জাগ্রত হয় আমাদের সবার মনে।
আজ থেকে আগামী তিনদিন তার জন্মদিন পালন করা হবে দেশের সর্বত্র। এই অনুষ্ঠানে আমরা তুলে ধরতে পারি দেশীয় পণ্যের গুরুত্ব এবং দেশীয় পণ্যের প্রচার। এছাড়া যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেখানে পরিধেয় পোশাক যেন দেশীয় পোশাক হয় সেটাও নিশ্চিত করা যেতে পারে। এতে করে এক হিশেবে তার প্রতি শ্রদ্ধাই প্রকাশ করা হবে। কারন দেশের স্বার্থেই তার বজ্র কণ্ঠে আমরা প্রতিবাদের ভাষা শুনে এসেছে।
দেশীয় পণ্য প্রচারে এবং দেশীয় পণ্যের গুরুত্ব তুলে ধরতে “নজরুল জন্মজয়ন্তী” হয়ে উঠতে পারে অন্যতম মাধ্যম।