গরমে খাদি কাপড়ের তৈরি হিজাব
বর্তমানে আবহাওয়া কতটা গরম সেটা আমরা সবাই জানি। এই গরমে পোশাক পরিধানে সবাই বাড়তি সচেতনতা অবলম্বন করে থাকে। আর পোশাক পরিধানে বর্তমানে হিজাবও অনেক গুরুত্ব বহন করে। কারন হিজাব পোশাকের উপরিভাগে পরা হয় তাই সবাই চায় ড্রেসের সাথে ম্যাচিং করে হিজাব পড়তে। বিভিন্ন ধরনের হিজাব পাওয়া যায় তবে গরমে সবাই সুতি হিজাবকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে।
সুতি হিজাবের মধ্যে খাদি হিজাব অন্যতম। এই গরমে সারাদিন পরে থাকার জন্য খাদি হিজাব পছন্দের শীর্ষে যেকেউ রাখতে পারে। আবার খাদি হিজাবের সফট কালারগুলো যেকোন পোশাকের সাথে মানিয়ে যায়। এছাড়া খাদি কাপড়ের রয়েছে ঘাম শুষে নেয়ার ক্ষমতা। তাই গরমে সারাদিন সহজেই পরে থাকা যাবে। বিশেষ করে যারা দিনের বেশিরভাগ সময় বাহিরে কাটায় তাদের জন্য খাদি অন্যতম।
খাদি হিজাবগুলো ওড়না হিসেবেও ব্যবহার করা যেতে পারে। ওয়ান পিস বা কুর্তির সাথে ম্যাচিং করেও ওড়না হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর ফলে খাদির একটি ফিউশনের বহুমুখী ব্যবহার করা যাবে যা খাদির চাহিদা বৃদ্ধিতে সহায়তা করবে।