খাদি কাপড়ের সাথে অন্য কাপড় মিশিয়ে নতুন নতুন ফিউশন আনার চেষ্টা করতে হবে
বর্তমান ফ্যাশন দুনিয়ায় ফিউশনধর্মী কাজগুলো সাধারণ ক্রেতার নজর কাড়ে বেশি। সাধারণ ক্রেতা ছাড়াও যারা সেলেব্রিটি রয়েছে তারা নতুন নতুন ডিজাইনের ফিউশন করা ড্রেসগুলো পরে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকে। এতে করে তারা সব সময় অন্যজনের থেকে নিজেকে আলাদা করে প্রেজেন্ট করতে চায় এবং সেটা হয়ও।
সম্প্রতি একটি নিউজে দেখলাম একজন নারী উদ্যোক্তা তিনি করোনার সময় সংসারের হাল ধরতে তার উদ্যোগ পরিচালনা শুরু করেন। তার উদ্যোগ হলো টুকরো টুকরো বিভিন্ন কাপড় দিয়ে নতুন নতুন ডিজাইনের শাড়ি তৈরি করা এবং বর্তমানে তার উদ্যোগের শাড়ি দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও চলে যাচ্ছে। এই যে তার এই আইডিয়া তাকে কিন্তু একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সাহায্য করছে।
খাদি কাপড়ের সাথে অন্য কাপড় মিশিয়েও এ ধরনের শাড়ি এবং বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরি করা সম্ভব। যেমন: একটি শাড়ি তৈরিতে সেখানে খাদির সাথে সিল্কের ব্যবহার হতে পারে। আবার খাদি কাপড়ের সাথে অন্য ফেব্রিক্স মিশিয়ে ফ্যাশনেবল ড্রেসও তৈরি করা যেতে পারে। এতে করে খাদি কাপড়ের নতুন নতুন ফিউশন আমরা দেখতে পাবো যা খাদি কাপড়ের তৈরি পোশাকের চাহিদা বাড়াতে সাহায্য করবে।