দেশি পণ্যের সিলেবাসের মাধ্যমে খাদির অজানা অনেক তথ্য পাওয়া যাবে
দেশি পণ্যের সিলেবাস নিগার আপুর অন্যতম একটি কাজ। আপু সব সময় বলেন তার জীবনের সেরা কাজ এটি। তাই তিনি এটি নিয়ে লম্বা সময় ধরে কাজ করতে চান। তারই ফলস্বরূপ বর্তমানে দেশি পণ্যের কন্টেন্ট নিয়ে কাজ শুরু হয়ে গেছে। নিগার আপু, পপি আপুসহ আরও কয়েকজন এদিকে কাজ শুরু করেছে। এক সময় দেখা যাবে তাদের ভালো একটি টিম তৈরি হয়ে যাবে কন্টেন্ট তৈরিতে। এটা হলে বেশ ভালো হবে। দেশীয় পণ্যের অনেক কন্টেন্টের মাধ্যমে আমাদের দেশীয় পণ্যের অনেক তথ্য অনলাইনে পাওয়া যাবে।
একজন দেশি পণ্যের উদ্যোক্তা হিসেবে আপুর এই কাজকে আমি সবদিক থেকে সাপোর্ট করি। কারন আমি নিজে একজন খাদি উদ্যোক্তা। আর আমাদের দেশীয় খাদির বর্তমান অবস্থা সম্পর্কে তেমন কিছু অনলাইনে পাওয়া যায় না। যদি দেশি পণ্যের সিলেবাস তৈরি হয় তাহলে খাদি নিয়ে অনেক তথ্য উঠে আসবে যা খাদি শিল্পের সম্ভাবনাকে ত্বরান্বিত করবে। আমাদের দেশীয় পণ্য আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাই দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে দেশীয় পণ্যের প্রচার এবং প্রচারণা অনেক বেশি দরকার। আর এটি তখনি সম্ভব যখন দেশি পণ্যের অনেক কন্টেন্ট তৈরি হবে।