দেশি পণ্যের ই-কমার্সে আগামী দিনের খাদি
দেশি পণ্যের ই-কমার্স নিয়ে জানার সুযোগ হয়েছে ২০১৯ সাল থেকে। রাজিব আহমেদ স্যারের কাছ থেকে প্রতিনিয়ত এই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানার সুযোগ হয়েছে। স্যার অনেক আগে থেকেই দেশি পণ্যের ই-কমার্সকে প্রচারের মাধ্যমে বড় করে তোলার চিন্তা করছিলেন কারন তিনি এই ইন্ডাস্ট্রির উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন। বর্তমানে অনলাইনে আমরা যে দেশি পণ্যের প্রচার দেখতে পাচ্ছি তার পেছনের কারিগর রাজিব আহমেদ স্যার। তার আইডিয়াগুলো নিয়ে আমরা কয়েকজন মিলে ২০১৯ থেকে এখনও কাজ করে যাচ্ছি।
স্যারের পরামর্শে আমার খাদি নিয়ে কাজ করা শুরু। দেশি পণ্যের ই-কমার্সে খাদির অনলাইন বাজার তৈরিতে আমরা যারা ছোট উদ্যোক্তা আছি চেষ্টা করে যাচ্ছি। যার জন্য খাদিতে আমরা বিভিন্ন ধরনের ফিউশন নিয়ে আসার কাজ করছি। অনেক উদ্যোক্তা আপু আছেন যারা খাদি নিয়ে তাদের নিজ নিজ কাজের মাধ্যমে খাদির নানাবিধ ভেরিয়েশন নিয়ে আসছে নিজেদের উদ্যোগের মাধ্যমে। এর ফলে ই-কমার্সে আগামী দিনের খাদি নিয়ে সম্ভাবনা তৈরি হচ্ছে। তরুণ ক্রেতাদের কথা মাথায় রেখে খাদির কাট এবং লুকে ভিন্নতা নিয়ে আসছে বড় বড় ফ্যাশন হাউজগুলো। আমরা সবাই মিলে যদি এভাবে চেষ্টা করি তাহলে আগামী দিনে ই-কমার্সে খাদির সম্ভাবনাময় একটি বাজার গড়ে তোলা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।