পূজায় আটপৌরে খাদি শাড়ি পরার রীতি

প্রায় ১০৮ ধরনের পদ্ধতিতে শাড়ি পরা যায়। তবে এর মধ্যে উল্লেখযোগ্য হলো নিভি, বাঙালি, গুজরাটি, তামিল, শ্রীলঙ্কান এবং মারাঠি। আর বাকি যেগুলো আছে তা এই ছয় প্রকারের শাড়ি পরার প্রকারভেদ।

বর্তমানে নিভি স্টাইলের শাড়ি পরার ধরনি বেশি প্রচলিত। কিন্তু বাঙালির রীতিতে কিন্তু এখনও উৎসবে আটপৌরে শাড়ি পরার চল দেখা যায়। যেমন গাঁয়ে হলুদে এখনও মেয়েরা আটপৌরে স্টাইলে শাড়ি পরতে বেশি পছন্দ করে।

পূজার সময়ও এই ধরনের আটপৌরে শাড়ি পরার চল দেখা যায়। তরুণী এবং নববধূর পরনে আটপৌরে শাড়ি এবং সাথে হাতে-পায়ে আলতা পরার রীতি মনে করিয়ে দেয় বাঙালির সংস্কৃতির কথা।

পূজার বিশেষ দিনগুলোতে দেশীয় খাদি শাড়ি হতে আরে আটপৌরে স্টাইলে শাড়ি পরার জন্য উপযুক্ত। এতে যেমন বাঙালির সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটবে সেই সাথে দেশীয় শাড়ি ব্যবহারের ফলে দেশি পণ্যের প্রচারে তা সুফল বয়ে আনবে। এখনও আমাদের মা – ঠাকুমারা বাঙালির এই রীতি মেনেই সব উৎসবে আটপৌরে স্টাইলে শাড়ি পরে থাকে। তাদের শাড়ি পরার এই ধরন সহজে বাঙালির চিরাচরিত রূপের বহিঃপ্রকাশ ঘটায়।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *