খাদি শাল আমাদের দেশে অনেক আগে থেকেই বিখ্যাত। খাদি শালের ব্যবহার এই উপমহাদেশে সবচেয়ে বেশি ছিল। ছোট থেকে বড় সবার পছন্দের ছিল এই শাল। কিন্তু সময়ের পরিবর্তন এবং প্রচারের অভাবে খাদি শালের সেই আগের চাহিদা হারিয়ে গেছে। তবে খুশির খবর হচ্ছে বর্তমানে দেশি পণ্যের প্রচারে দেশীয় শালের চাহিদা বেড়েছে কয়েকগুণ। আগে যেখানে বিদেশি শাল ছাড়া ক্রেতা অন্য শাল পছন্দ করতেন না কিন্তু এখন ক্রেতার কাছে দেশি শালের গ্রহণযোগ্যতা রয়েছে বিশেষ করে অনলাইন ক্রেতাদের ক্ষেত্রে।
অন্যান্য দেশীয় শালের সাথে খাদি শালেরও চাহিদা বেড়েছে। তবে খাদি শালের আরও অনেক ভেরিয়েশন প্রয়োজন। নতুন ডিজাইনের শাল নিয়ে আসতে হবে বাজারে। সেই সাথে কোন ধরনের শালগুলো বর্তমানে বেশি চলছে তা যাচাই করে শালে সে ধরনের ভেরিয়েশন আনতে হবে। খাদি মোটা এবং পাতলা দুই ধরনের হয়। এই দুই ধরনের কাপড় দিয়েই শাল তৈরি করা হয়। শীতের তীব্রতা বুঝে এসব শালে আনতে হবে নতুনত্ব।আর এই নতুনত্ব আনতে কোন ধরনের কাপড় ব্যবহার করলে ভালো হবে এনিয়ে কাজ করতে হবে। আমি আশাবাদী আমাদের দেশীয় শালের বাজারে খাদি শালেরও এক সময় অনেক ভেরিয়েশন আসবে যা দেশি শালের চাহিদা বৃদ্ধিতে সহায়তা করবে।