হিজাব খাদি কাপড়ের আরেকটি উল্লেখযোগ্য ফিউশন। কারন বর্তমান সময়ে হিজাবের ব্যাপক চাহিদা রয়েছে। এখন ছোট থেকে বড় সবাই কম-বেশি হিজাব ব্যবহার করে থাকে যার জন্য হিজাবের আলাদা একটি বাজার গড়ে উঠেছে। মার্কেট গেলে দেখা যায় বিদেশি কাপড়ে তৈরি হিজাবের চাহিদা রয়েছে চোখে পরার মতো। এই চাহিদা তৈরি হওয়ার কারন দেশীয় হিজাব নিয়ে সেভাবে প্রচারণা নেই।
আমার উদ্যোগে প্রথম দিকে যখন হিজাব এড করলাম তখন অনেকের কাছেই মতামত চেয়েছি এতে কোন পরিবর্তন আনতে হবে কিনা এবং হিজাব হিসেবে খাদি হিজাব কেমন? সবার মতামতের ভিত্তিতে খাদি হিজাবে আরও নতুনত্ব আনার চেষ্টা করে যাচ্ছি যেন দেশীয় হিজাব হিসেবে খাদি হিজাবের চাহিদা বৃদ্ধি পায়।
খাদি কাপড়ে তাপ শোষণের ক্ষমতা বেশি তাই সারাদিন পরে থাকলেও তাতে আরাম অনুভূত হয়। আর যারা সারাদিন হিজাব পরে থাকে তারা সব সময় আরামদায়ক হিজাব পছন্দ করেন। তাই হিজাবের এই মার্কেটে দেশীয় হিজাবের চাহিদা বৃদ্ধি করতে খাদি হিজাবের প্রচারণা বৃদ্ধি করতে হবে।