বিয়ে বা পার্টি পোশাক হিসেবে খাদি শালে এক্সক্লুসিভ বা স্বতন্ত্র ফিউশন আনতে হবে।
হাঁটিহাঁটি পা পা করে শীতের হাওয়া বইতে শুরু করেছে। আর এই হালকা শীতের আমেজ যেন বাঙালির বিয়ের মৌসুমের আগমনী বার্তাও বয়ে নিয়ে এসেছে। বাঙালির বিয়ের আয়োজনে শালের ব্যবহার তাই বহু যুগ ধরেই চলে এসেছে এবং বাঙালি খুব যত্ন করে আজও তার এই ঐতিহ্য ধরে রেখেছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ের অনুষ্ঠানে বর-কনের শাল ব্যবহারের প্রচলন বহু পুরনো…