কুমিল্লায় খাদি শিল্প কর্মসংস্থান তৈরিতে সহায়তা করছে
খাদি শিল্প কুমিল্লা জেলার ইতিহাসকে সমৃদ্ধ করে। এই শিল্পের জন্যই দেশের বিভিন্ন জেলায় এই জেলার পরিচিতি রয়েছে। যেমনটা নারায়ণগঞ্জ জেলা বলতে জামদানির নামটাই সর্বত্র উঠে আসে।
খাদি শিল্পের আদি ঠিকানা কুমিল্লা জেলার দুটি উপজেলাকে কেন্দ্র করে চান্দিনা ও দেবিদ্বার। বিশেষ করে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন এই শিল্পের গড়ে উঠার পেছনে সবচেয়ে বেশি ভুমিকা রেখেছে বলা যায়। এই দুটি উপজেলায় শত শত মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে খাদি শিল্পকে কেন্দ্র করে। নারী-পুরুষ উভয়ের জন্যই কর্মসংস্থান তৈরি হয়েছে। কারন একটি খাদি পণ্য তৈরিতে একেক ধাপে একেক ধরনের দক্ষতার প্রয়োজন হয়। তাই প্রতিটি সেক্টরে কর্মজীবী মানুষের প্রয়োজন রয়েছে। এদের মধ্যে কেউ সুতা কাটে, কেউ সুতায় রং করে, তাঁতি কাপড় বুনে ইত্যাদি। এইসব কারনে এই শিল্পকে ঘিরে কুমিল্লা জেলায় গড়ে উঠেছে কর্মসংস্থান। আবার এসব পণ্য কুমিল্লার বিভিন্ন বিপনি-বিতানে এনে বিক্রি করা হচ্ছে সেখানেও কর্মসংস্থান তৈরি হচ্ছে।
কাজেই বলা যায় কুমিল্লার খাদি জি আই ট্যাগ পাওয়ার ক্ষেত্রে এই দিকটাতে এগিয়ে থাকবে।