মানুষের মৌলিক অধিকারের মধ্যে বস্ত্র গুরুত্বপূর্ণ একটি বিষয়। সব শ্রেণীর মানুষের বস্ত্রের প্রয়োজন রয়েছে। নিজস্ব আয়-ব্যয়ের হিসাব মতে এতে পার্থক্য লক্ষ্য করা যায় কিন্তু প্রয়োজন সবার সমান। ২০২১ সালের জরিপ মতে দেশে প্রতি বছর বস্ত্রের চাহিদা রয়েছে প্রায় আড়াই হাজার মিলিয়ন মিটার। এই চাহিদার বিপরীতে দেশে তৈরি উৎপাদিত বস্ত্রের পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ মিলিয়ন মিটার থেকে ২ হাজার মিলিয়ন মিটার। অর্থাৎ চাহিদা অনুযায়ী বস্ত্র উৎপাদন সম্ভব হচ্ছে না। যার জন্য আমদানি নির্ভর হতে হচ্ছে। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে দেশীয় বস্ত্র শিল্পের উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন। এক সময় খাদি কাপড়ের অনেক ব্যবহার ছিল। আবহাওয়ার পরিবর্তন এবং মানুষের রুচিবোধের পরিবর্তনের সাথে এতে এখন ভিন্নতা এসেছে। আগে যেমন বছরের প্রায় ছয়মাস আবহাওয়া ঠান্ডা থাকতো যে কারনে মোটা খাদি কাপড়ের ব্যবহার ছিল বেশি। যদিও খাদির বিশেষত্ব হচ্ছে বিপরীতমূখি। তবে বর্তমানে অনলাইনে দেশীয় পণ্যের প্রচারের মাধ্যম খাদির প্রচারও বৃদ্ধি পেয়েছে। এতে করে খাদি শিল্প নতুন করে ঘুরে দাড়াতে সক্ষম হচ্ছে। দেশে বস্ত্রের চাহিদা মেটাতে খাদি কাপড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর জন্য প্রয়োজন অভ্যন্তরীণ বাজারে খাদির চাহিদা বৃদ্ধি করা যার জন্য এই শিল্পের সাথে জড়িয়ে থাকা নীতিনির্ধারকদের এনিয়ে সিরিয়াসভাবে কাজ করতে হবে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *