
বর্তমানে যেকোন বিষয় নিয়ে এগিয়ে যেতে হলে অনলাইনকে সেরা মাধ্যমে হিসেবে বিবেচনা করা হয়। সব সেক্টরেই এখন অনলাইন মাধ্যম জনপ্রিয়। তাই পণ্যের প্রচারেও আমাদেরকে অনলাইন মাধ্যমকেই বেছে নিতে হবে সবার আগে। যেহেতু আমি একজন অনলাইন খাদি উদ্যোক্তা কাজেই আমার সব কাজ হয়ে থাকে অনলাইনের মাধ্যমে। তাই খাদিকে আরও বেশি পরিচিত করে তুলতে আমরা অনলাইনে খাদি নিয়ে পডকাস্ট, ভিডিও, ডকুমেন্টারি, অনলাইন ছবি এলবাম ইত্যাদি তৈরি করার মাধ্যমে অনলাইনে খাদিকে আরও বেশি পরিচিত করে তুলতে পারি। অনলাইন প্রচারণা যত বেশি বৃদ্ধি পাবে তা তরুণদের খাদিতে বেশি আগ্রহী করে তুলবে। কারন অনলাইন ব্যবহারে তরুণদের উপস্থিতি সবচেয়ে বেশি। আমরা যারা খাদি নিয়ে কাজ করছি আমাদেরকে চেষ্টা করতে হবে অনলাইন মাধ্যমগুলোকে কাজে খাদির প্রচারে লাগানোর।