
খাদি আমাদের শত বছরের ঐতিহ্য এবং এই খাদির সাথে মিশে আছে হাসি-কান্নার নানা ইতিহাস, যা আজও অনেকের মনে দাগ কেটে যায়। খাদির এই ইতিহাসের জন্যই আজ এতো বছর পরেও খাদি আমাদের মাঝে আগের জৌলুশ নিয়েই রয়ে গেছে। তাই বাংলাদেশের খাদিকে আরও বেশি পরিমাণে সমৃদ্ধশালী করতে হলে অনলাইনে খাদির সেমিনার প্রয়োজন। আর এই সেমিনারে যারা খাদি বিশেষজ্ঞ আছে তাদেরকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে সেমিনারের গুরুত্ব বৃদ্ধি করতে হবে। এছাড়া যারা অনলাইনে খাদি নিয়ে কাজ করছে এবং খাদির আগ্রহী ক্রেতাদের আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে খাদি সম্পর্কে জানতে পারবো। অনলাইনে সেমিনারের আয়োজনের ফলে যেকোন যায়গা থেকে আমন্ত্রিত সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। একজন খাদি উদ্যোক্তা হিসেবে আমি আশাবাদী একদিন বাংলাদেশের খাদি বিশ্বের বিভিন্ন যায়গায় নিজের একটি স্বস্থান দখল করে নিতে পারবে, যদি আমরা খাদি নিয়ে সব সময় আলোচনা করি।