
খাদি দিয়ে তৈরি নান্দনিক ডিজাইনের ব্যাগের চাহিদা রয়েছে বাজারে। খাদির ফিউশনের মধ্যে ব্যাগ অন্যতম। ফ্যাশন সচেতন মানুষের জন্য ব্যাগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি সুন্দর ব্যাগ সবার নজর কাড়তে পারে। খাদি আমাদের ঐতিহ্য এবং এর ব্যবহার যত বেশি বৃদ্ধি পাবে ততই খাদিকে টিকিয়ে রাখা সম্ভব হবে। আমরা সবাই জানি হাতে বুনা খাদি কাপড় মোটা হয় তাই এই কাপড় দিয়ে ব্যাগ তৈরি করা সহজ হবে। এতে করে হাতে বুনা খাদি কাপড়ের যেমন চাহিদা বৃদ্ধি করা যাবে তেমনি দেশের তৈরি ব্যাগের ক্রেতাও তৈরি হবে। আমাদের সব সময় বিদেশে তৈরি ব্যাগ কেনার প্রতি চাহিদা থাকে। কিন্তু দেশীয় কাপড়গুলো দিয়ে সব ধরনের ব্যাগ তৈরি করা সম্ভব শুধু প্রয়োজন ক্রেতার পছন্দের কথা চিন্তা করে এসব ব্যাগের মান উন্নয়ন করা। যারা ব্যাগ নিয়ে কাজ করছে তারা দেশীয় এসব কাপড়ের ব্যাগ তৈরি করতে পারে এতে করে দেশীয় ঐতিহ্যগুলো নতুনভাবে সবার নজর কাড়বে।