খাদি শালের প্রচারে ক্রেতাদের ছবির গুরুত্ব সবচেয়ে বেশি

একজন ক্রেতা একটি পণ্য প্রচারে অন্যতম ভূমিকা রেখে থাকেন। কারন একজন ক্রেতা যখন পছন্দ করে কোন পণ্য ক্রয় করেন এবং ক্রয় করার পর সেটি তার চাহিদার সাথে মিলে যায় তখন তিনি সেই পণ্য পরিধান করে আনন্দ পান এবং সেই পণ্য সম্পর্কে অন্যদের বলে থাকেন যা প্রচারে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। আর এভাবেই অনেক মানুষের মধ্যে পণ্যের প্রচার ছড়িয়ে পরে। ২০১৯ সালের আগের কথা যদি বলি তখন সেলিব্রিটিদেরকে আমরা মডেল হিসেবে বেশি দেখতে পেতাম। কিন্তু রাজিব স্যার যখন থেকে দেশি পণ্যের ক্রেতাদের কভার ফটোতে রাখা শুরু করলেন এবং তাদেরকে দেশি পণ্যের সেরা মডেল হিসেবে প্রচার শুরু করলেন তখন ক্রেতাদের মধ্যে দেশি পন্য নিয়ে আগ্রহ অনেক বেড়ে গেল।
শালের ক্ষেত্রে ঠিক একি ঘটনা ঘটেছে। ক্রেতারা শাল পরে বিভিন্ন গ্রুপে ছবি দিতে থাকেন যা দেশি শালের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাদি শালের প্রচারে দেশি পণ্যের ক্রেতারাই সেরা মডেল এবং তাদের এই উদ্যোগের জন্য বিভিন্ন উদ্যোক্তা খাদি শালে আরও নতুন নতুন ফিউশন নিয়ে আসতে চেষ্টা করে যাচ্ছেন। এ বছর আরও অনেক নতুন ডিজাইনের খাদি শাল আমরা দেখতে পাব এবং ক্রেতাদের সুন্দর সুন্দর ছবি প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করবে। তাই আমরা যারা খাদি শাল নিয়ে কাজ করছি ক্রেতাদের অনুমতিক্রমে তাদের এই ছবিগুলো প্রচারের জন্য কাজে লাগাতে হবে।