শীতের আমেজ সঙ্গে নিয়ে শুরু হয়েছে বিয়ের মৌসুম। আর বিয়ের কথা মাথায় আসলেই যে ভাবনা সবার আগে কাজ করে তা হচ্ছে সাজসজ্জা বা পোশাক পরিচ্ছেদ। আজকের যুগে ফ্যাশন সচেতনতায় মেয়েদের চেয়ে ছেলেরাও কোন অংশে পিছিয়ে নেই। হোক বিয়ে বা কোন পার্টি, নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে নারীপুরুষ সবাই এখন যথেষ্ট সচেতন। অতীতে ছেলেদের সাজসজ্জায় একরঙা খাদি পাঞ্জাবি-পায়জামা আর শীতকালে খদ্দরের শালের যে আধিক্য ছিলো তাতে এযুগের ফ্যাশন ট্রেন্ডের প্রভাবে বাহারি রঙ ও নকশা সম্বলিত নান্দনিক সব ডিজাইন যুক্ত হয়েছে।
দেশীয় ঐতিহ্যের খাদি কাপড়ে তৈরি আরামদায়ক পোশাক বিয়ে বাড়ি বা পরিবারিক অনুষ্ঠান বা যেকোনো গেট-টুগেদারের জন্যই উপযুক্ত। খাদি কাপড়ে ছেলেদের নকশা করা পাঞ্জাবি-ধুতি, সুতোর কাজের শাল, কোটি, জহর কোট, ভেস্টের মতো প্রতিটি পোশাকই যেন ভিড়ের মাঝেও নিজস্বতা এনে দিতে সক্ষম। সেজন্যেই বর্তমান সময়ে ছেলেদের পার্টি লুকে খাদি পোশাকের ব্যবহার আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। আজকাল এমনকি বিভিন্ন ফ্যাশন হাউজগুলোও খাদি কাপড়কে বেজ হিসেবে ব্যবহার করছে। অর্থাৎ খাদি কাপড়ে এক্সক্লুসিভ ডিজাইনের পার্টিওয়্যার পোশাক নিয়ে আসছে। ফলে স্বাভাবিকভাবেই খাদি পোশাক তরুণদের মাঝে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে এবং তরুণ প্রজন্ম স্বাচ্ছন্দ্যের সাথেই খাদির তৈরি বিভিন্ন পোশাক ব্যবহার করছে। একজন খাদি উদ্দ্যোক্তা হিসেবে আমি মনে করি ছেলেদের পোশাক হিসেবে খাদি নিয়ে আরো অনেক সৃজনশীল কাজ করার সুযোগ ও সক্ষমতা রয়েছে। ছেলেদের পোশাককে গুরুত্ব দিয়ে উদ্যোক্তারা যদি একত্রিত হয়ে নিষ্ঠার সাথে কাজ করে তাহলে আমার বিশ্বাস দেশীয় ডিজাইনারদের সমন্বয়ে ছেলেদের জন্য আকর্ষণীয় নতুন খাদি পোশাক বাজারে আনা সম্ভব। এক্ষেত্রে তরুণদের পোশাকে আধুনিক ট্রেন্ডের প্রতিফলন যেমন থাকতে হবে তেমনি মানের দিকটিও গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে। আর এদু’য়ের মধ্যে সমন্বয় খাদি পোশাক তরুণ প্রজন্মের মাঝে আরো বেশি জনপ্রিয়তা পাবে এবং পার্টিওয়্যার হিসেবেও খাদির কদর বৃদ্ধি পেতে থাকবে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *