হেন্ডপেইন্টেড খাদি শাড়িতে দেশি পন্যের সিলেবাস রচয়িতা নিগার ফাতেমা আপু।

নিগার আপুর দেশি পণ্যের সিলেবাস আমাদের উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। দেশি পণ্যের সিলেবাসে বিভিন্ন ক্যাটাগরির পণ্যের মধ্যে খাদি একটি গুরুত্বপূর্ণ পণ্য এবং এই খাদির রয়েছে শত বছরের ইতিহাস। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে দেশি পণ্যের সিলেবাসকে কিভাবে কার্যকরী করে তোলা যায় এনিয়ে আলোচনা হচ্ছে। যখন দেশি পণ্যের এই সিলেবাস নিয়ে কাজ শুরু হবে তখন সবার প্রথমে প্রয়োজন হবে পণ্যের কন্টেন্ট আর এই কন্টেন্ট সংগ্রহে একদল দক্ষ মানুষের প্রয়োজন হবে যাদের মাধ্যমে দেশীয় পণ্যের কন্টেন্ট তৈরি করা হবে। এর ফলে খাদি নিয়ে যখন কন্টেন্ট তৈরি হবে তখন তার মধ্যে খাদির শত বছরের ইতিহাস সম্পর্কে লিপিবদ্ধ করা হবে যা খাদির জন্য খুব প্রয়োজন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষার্থীদের খাদি নিয়ে কোন এসাইনমেন্ট বা থিসিস করতে বলা হয় তখন তাতে অবশ্যই খাদি নিয়ে নতুন অনেক তথ্য উঠে আসবে। একজন খাদি উদ্যোক্তা হিসেবে আমার জন্য তা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এভাবে প্রতিটি পণ্যের কন্টেন্ট তৈরির মাধ্যমে দেশি পণ্য নিয়ে অনেক তথ্য আমরা পাব। আর এর সবকিছুর পেছনে যে বিষয়টির অবদান থাকবে তা হচ্ছে দেশি পণ্যের সিলেবাস।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *