শালের ওয়েভে খাদি শাল নিয়ে কন্টেন্ট তৈরি হবে
বর্তমানে চলমান শালের ওয়েভে বিভিন্ন জেলা থেকে অনেক উদ্যোক্তা নিজ নিজ উদ্যোগের শাল নিয়ে অংশগ্রহণ করছে। অর্থাৎ তারা তাদের উদ্যোগের শালগুলোর নানা দিক তুলে ধরার চেষ্টা করছে। যেমন ঃ শালের রঙ, সাইজ, শালে অতিরিক্ত ভেলু এড করার ফলাফল, কোন ধরনের শাল ক্রেতা বেশি পছন্দ করে, তাদের উদ্যোগের সবচেয়ে চাহিদায় থাকা শাল ইত্যাদি। এর ফলে দেশীয় শালের নানাবিধ কন্টেন্ট উঠে আসছে যা অনলাইনে শালের প্রচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খাদি শাল নিয়ে কাজ করতে যেয়ে আমি নিজেও আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ বছর নতুনভাবে শাল নিয়ে চিন্তা করছি। এর জন্য খাদি শাল নিয়ে নিজের আইডিয়াগুলো শেয়ার করছি এবং অন্যরাও তাদের অভিজ্ঞতা শেয়ার করছে। এর ফলে খাদি শাল নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে।
একটি পণ্যের প্রচারের জন্য কন্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ তা আমরা দেশি পণ্যের সিলেবাস করার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। নিগার আপু তার দেশি পণ্যের সিলেবাসের কন্টেন্ট তৈরি নিয়ে কাজ করছে। আশা করি শালের ওয়েভের মাধ্যমে খাদি শালের কন্টেন্ট বৃদ্ধি পাবে যা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।