History of Khadi
হাতে বুনা খাদি শাল | ছবিঃ খাদিবিডি

খাদি বলতেই আগে আমরা বুঝতাম চরকায় তৈরি করা খাদি। কিন্তু বর্তমানে ক্রেতার চাহিদা অনুযায়ী মেশিন মেইড খাদির ব্যবহার বেড়েছে। এর কারন হাতে বুনা খাদি মোটা হয়। তবে মোটা হলেও হাতে বুনা খাদি অনেক আরামদায়ক যা অনেকেই জানেন না। মোটা কাপড় শুনলেই তাদের মনে হয় এতে অনেক গরম অনুভূত হবে। এই বিষয়গুলো এখন আমরা অনেকেই জানি। কিন্তু হাতে বুনা খাদি পরিবেশ বান্ধব তাই এর ব্যবহার বৃদ্ধিতে আমাদেরকে সচেতন হতে হবে। বিশেষ করে শীতকালে খাদি শালের ব্যবহার হাতে বুনা খাদির চাহিদা বৃদ্ধি করতে পারে সবচেয়ে বেশি। শীতে আমাদেরকে খাদি শালের ব্যবহার বৃদ্ধিতে নানাভাবে প্রচারণা চালাতে হবে। যত বেশি শালের প্রচারণা বৃদ্ধি করা যাবে ততই হাতে বুনা খাদির চাহিদা বৃদ্ধি পাবে। খাদি উদ্যোক্তাদের নিজ দায়িত্ব থেকে হাতে বুনা খাদির চাহিদা বৃদ্ধিতে শীতকালে খাদি শালের উপর বিভিন্ন ডিজাইন নিয়ে আসতে হবে এবং ক্রেতার কাছে তা আকর্ষণীয় করে তুলতে হবে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *