কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ই-কমার্স ক্লাব গঠনের মধ্যে দিয়ে খাদি শিল্পের প্রসার বৃদ্ধি পাবে
ইতিমধ্যে আমরা দেখেছি ইস্টার্ন ইউনিভার্সিটিতে ই-কমার্স ক্লাব গঠন হয়েছে। এছাড়া আরও কয়েকটা জেলায় ই-কমার্স ক্লাব গঠনের কথা বলা হচ্ছে এবং এনিয়ে সেই জেলার আপুরা কাজ করছে। আর ই-কমার্স ক্লাবের সাথে নিগার আপুর দেশি পণ্যের সিলেবাস ওতোপ্রোতো জড়িত। তাই আমাদের সবার আশা প্রতিটি জেলায় একটি করে হলেও যেন ই-কমার্স ক্লাব গঠিত হয়।
সেই সুবাদে একজন খাদি উদ্যোক্তা হিশেবে আমি চাইবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ই-কমার্স ক্লাব গঠন হোক। এই ই-কমার্স ক্লাব গঠনের মধ্যে দিয়ে দেশি পণ্যের সিলেবাস সেখানে প্রচলিত হবে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দেশি পণ্যের সিলেবাস নিয়ে জানবে এবং সে অনুযায়ী কাজ করবে।
এটি হলে সবচেয়ে বেশি লাভবান হবে কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী খাদি পণ্য। আর দেশি পন্য হিশেবে খাদির সম্ভাবনা অনেক। তাই এটি নিয়ে যত কাজ করা হবে ততই এই শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ই-কমার্স ক্লাব গঠনের মধ্যে দিয়ে কুমিল্লা জেলার পণ্যগুলো নিয়ে কাজ করার অনেক সুযোগ তৈরি হবে এবং রিসার্চ এবং সার্ভে করার মাধ্যমে এই পণ্যের সমস্যা ও সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। তাই একজন খাদি উদ্যোক্তা হিশেবে আমি অবশ্যই চাইবো কুমিল্লা জেলায় ই-কমার্স ক্লাব গঠিত হোক।