হাতে বুনা খাদি শালের ব্যবহার ছড়িয়ে পড়ুক সর্বত্র
এখন শীতকাল আর এ বছর এই সময়টাতে শহরে একটু বেশিই শীত পড়েছে। আর গ্রামীণ অঞ্চলের কথা বলতে গেলে সেখানে এখন হাড় কাপানো শীত। শীতকালে আবহাওয়া ঠান্ডা থাকার কারনে অনেকেই ঠান্ডাজনিত নানা অসুখে ভুগে থাকেন। তাই এই সময়টাতে সবাই একটু নিজের প্রতি বাড়তি যত্ন নিয়ে থাকেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো শীত বস্ত্র। কারন শীত যেমনি থাকুক দৈনন্দিন প্রয়োজনে প্রতিদিন আমাদেরকে ঘরের বাহিরে যেতে হয়। তাই শীত নিবারণের জন্য শীতে শীত বস্ত্রের চাহিদা থাকে সবচেয়ে বেশি। আর শীত বস্ত্রের মধ্যে শাল অন্যতম।
আমাদের দেশীয় হাতে বুনা খাদি শাল মোটা হয় বলে সহজেই তা ধারা শীত নিবারণ করা সম্ভব। বর্তমানে শীতের যে তীব্রতা এই সময়টাতে দেশীয় ঐতিহ্যবাহী হাতে বুনা খাদি শালের প্রচার করার উত্তম সময়। হাতে বুনা খাদি শালের মধ্যে বিভিন্ন ধরনের ফিউশন এড করে তা ক্রেতার চাহিদা উপযোগী করে তুলতে হবে। এছাড়া এ সময়টাতে শাল নিয়ে মেলার আয়োজন করা গেলে সবচেয়ে বেশি ভালো হবে। এতে করে দেশীয় শালের প্রচার সর্বত্র ছড়িয়ে পড়বে এবং সাধারণ ক্রেতা এসব শাল কেনায় আগ্রহী হয়ে উঠবে যা দেশীয় শালের বাজারকে সমৃদ্ধশালী করে তুলবে।
আমরা যারা খাদি উদ্যোক্তা আছি তারা হাতে বুনা খাদি শালের নানা দিক তুলে ধরতে পারি। কিভাবে কি করলে খাদি শালের চাহিদা বৃদ্ধি করা যায় এনিয়ে আলোচনা করতে পারি। আর হাতে বুনা শালের চাহিদা বৃদ্ধি মানে পরিবেশ বান্ধব খাদি বস্ত্র তৈরির পথ প্রসারিত হওয়া। এভাবে আস্তে আস্তে সর্বত্র হাতে বুনা খাদি শালের ব্যবহার ছড়িয়ে পড়বে।