গরমে কি ধরনের পোশাক পরা উচিৎ এবং কি ধরনের পোশাক পরলে আরামদায়ক হবে এনিয়ে সবারি চিন্তা থাকে। সেই চিন্তার সাথে ফ্যাশনের দিকটা নিয়েও থাকে অতিরিক্ত একটা ভাবনা। কারন পোশাকের ধরনের সাথে সাথে লুকের দিকটাও যে খেয়াল রাখতে হবে। তাই গরম আসলে পোশাক নির্ধারণের ক্ষেত্রে বাড়তি চিন্তা কাজ করে। মূলত গরমে সবাই সুতি কাপড়ের তৈরি পোশাকি বেশি পরে থাকে। কারন সুতি কাপড়ের তৈরি পোশাক যেমন আরামদায়ক তেমনি সহজে বাতাস চলাচল করতে পারে।
সুতির পাশাপাশি গরমে খাদি কাপড়ের তৈরি পোশাকও আরামদায়ক হবে। কারন খাদি কাপড়ের তৈরি পোশাকের মধ্যে দিয়েও সহজে বাতাস চলাচল করতে পারে এবং এই কাপড়ের তৈরি পোশাকের ঘাম শুষে নেয়ারও গুণ রয়েছে। এছাড়া গরমে পোশাক নির্বাচন আরেকটা দিক যেটা লক্ষ্য রাখা হয় তা হচ্ছে কাপড়ের রঙ। গরমে পোশাক নির্বাচনের ক্ষেত্রে ডিজাইনাররা সব সময় হালকা রঙের কাপড়ের কথা বলে থাকেন। আর খাদি কাপড়গুলো মূলত হালকা রঙের বেশি হয়ে থাকে।
তাছাড়া ফ্যাশনের দিকটা চিন্তা করলে খাদি কাপড়ের তৈরি পোশাকি এখন বেশি গুরুত্ব পাচ্ছে। কারন এই কাপড় দিয়ে যেকোন ধরনের পোশাক তৈরি করা যায়। সেই সাথে খাদি কাপড়ের তৈরি পোশাক সহজে হ্যান্ডেলও করা যায়। তাই গরমে খাদি কাপড়ের তৈরি পোশাক হতে পারে পছন্দের শীর্ষে।