অনলাইনে খাদি দিয়ে তৈরি পণ্যের চাহিদা বৃদ্ধিতে উদ্যোক্তাদের দক্ষতা অর্জন করতে হবে
২০১৯ সাল থেকে অনলাইনে দেশি পণ্যের একটি জোয়ার বয়ে চলেছে বলা চলে। তখন অনলাইনে দেশি পন্য প্রচারের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষ দেশি পন্য নিয়ে জানবে এবং এদিকে আগ্রহী হবে। কোনভাবেই তখন সেল বৃদ্ধি করার কথা বলা হয় নি। রাজিব আহমেদ স্যার প্রতিদিন আমাদেরকে বলতেন নিজেদের পরিচিতি বৃদ্ধি করতে। আমরা কি পণ্য নিয়ে কাজ করছি তা যেন ক্রেতা জানতে পারে এবং সেই পণ্যের একজন নিয়মিত উদ্যোক্তা হিসেবে আমাদেরকে চিনতে পারে।
একজন ক্রেতা অনলাইন থেকে শুধুমাত্র পণ্যের ছবি দেখে পণ্য ক্রয় করে থাকে তাই সেখানে বিশ্বস্ততা অনেক বড় একটি বিষয়। যখন একজন উদ্যোক্তা দক্ষ হবে তখন তিনি ক্রেতার চাহিদা বুঝতে পারবে এবং সেভাবে তার সাথে ডিল করতে পারবে। দেখা গেল ক্রেতা পণ্য চাইলো এক রকম আমি বিক্রির আশায় তাকে ভুলিয়ে – ভালিয়ে আরেকটা পণ্য দিয়ে দিলাম যা একেবারেই ঠিক না।
তাই যারা অনলাইনে খাদি নিয়ে কাজ করছেন এবং ভবিষ্যতে কাজ করতে চাইছেন তাদেরকে বলব আগে নিজের দক্ষতা বৃদ্ধি করেন অনলাইন উদ্যোগ পরিচালনার ক্ষেত্রে। আমরা যত বেশি দক্ষ হবো অনলাইনে খাদি দিয়ে তৈরি পণ্যের চাহিদা ততই বেড়ে যাবে। একজন ক্রেতা যখন দেখবে খাদি নিয়ে আমার ভালো জ্ঞান আছে এবং অনলাইন উদ্যোগ সম্পর্কেও আমি জানি তখন সে আমার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারবে। আর একজন দক্ষ উদ্যোক্তার মাধ্যমেই খাদিতে অনেক ধরনের ফিউশন নিয়ে আসা সম্ভব। তাই সবার আগে নিজেকে দক্ষ করে তুলতে হবে।