সাদা খাদিতে যত রকম ফের
সাদা,পোশাক পছন্দ করেন এমন মানুষের সংখ্যা নেহাৎ কম না। কিন্তু সাদা কাপড় নিয়ে সব সময় এক রকম চিন্তা কাজ করে কিছু হলেই নষ্ট হয়ে যাওয়ার। এতো কিছুর পরেও সাদা রঙের পোশাকের প্রতি মানুষের আগ্রহ সব সময় বেশি।
সাদা রঙের খাদির ব্যবহার সব সময় চলে এসেছে। বয়স্কদের জিজ্ঞেস করলে পাওয়া যাবে তাদের ঘরে সাদা রঙের খাদি শাল সব সময় শোভা পেত। কাজেই সাদা রঙের সাথে আমরা প্রথাগতভাবেই জড়িত। গরমে সব সময় একটা শব্দ কমন কি পোশাক পরবে যা পরলে আরাম লাগবে। এক্ষেত্রে সাদা রঙের খাদি পোশাকের তুলনা হয় না।
সাদা রঙকে খালি ক্যানভাস বললেও ভুল হবে না। সেখানে একজন শিল্পী তার হাতের ছোঁয়ায় ফুঁটিয়ে তুলে বাহারি রঙের কারুকার্য। তেমনিটি আমরা খাদি শাড়ি এবং পাঞ্জাবীর বেলাতেও দেখেছি। সাদা খাদি শাড়ি বা পাঞ্জাবীতে খুব সুন্দর করে হ্যান্ডপেইন্টের মাধ্যমে নান্দনিক সব ডিজাইন ফুঁটিয়ে তোলা হয়েছে। তাই সাদা রঙের পোশাকের সাথে আর কোন পোশাকের তুলনা হয় না।
এছাড়া সাধা রঙের খাদি পোশাক সারা বছর পরা যায়। আবার যেকোন অনুষ্ঠানে এই রঙের পোশাক মানিয়ে যায় সহজে। সাদা রঙের পোশাকের মাধ্যমে সাধারণ, জমকালো এবং আভিজাত্যপূর্ণ রূপে সহজেই নিজেকে সাজিয়ে তোলা যায়।