খাদি ব্লক প্রিন্টের পণ্যের চাহিদা বৃদ্ধি করতে হবে
ব্লক প্রিন্টের পোশাক হোক বা ঘর সাজানোর জিনিসপত্র তা সব সময় গ্রহণযোগ্য। ব্লক প্রিন্ট সম্পর্কে একটা নেতিবাচক ধারণা রয়েছে যে, ব্লক প্রিন্টগুলো দেখতে সব প্রায় একি রকম। কিন্তু ভুলে গেলে চলবে না সময়ের পরিবর্তন এখন অনেক কিছুতেই পরিবর্তন এনেছে তাই নতুন নতুন ডিজাইনের ডাইস বাজারে পাওয়া যায় যা দিয়ে সহজেই ব্লকের সুন্দর সুন্দর ডিজাইন পোশাকে ফুঁটিয়ে তোলা যায়।
খাদি কাপড়ের উপরেও এসব ব্লক প্রিন্ট করে খাদি পণ্যের চাহিদা বৃদ্ধি করা সম্ভব। সাধারণত দুই ধরনের ব্লক হয়। একটা রাসায়নিক ডাই এবং আরেকটা ভেজিটেবল ডাই। রাসায়নিক ডাই দিয়ে যেটা করা হয় সেটাতে সময় কম লাগে এবং অনেকে শখের বসে ঘরে বসেই এটি করতে পারে। এতে করে আর বাহিরে যাওয়ার ঝামেলা থাকেনা। আর ভেজিটেবল ডাই সময় সাপেক্ষ। তবে ক্রেতারা ভেজিটেবল ডাই এর ব্লক বেশি পছন্দ করেন।
খাদি পোশাক এবং ঘরের সাজানোর জিনিসপত্রে ব্লক প্রিন্টের নতুন নতুন ডিজাইন নিয়ে আসতে হবে। যারা উদ্যোক্তা আছেন তারা চাইলে নিজস্ব ডিজাইনের ডাইস কাটিয়ে নিতে পারেন এতে করে কাজে নিজস্বতা প্রকাশ পাবে। অনেকেই খাদি কাপড়ে ব্লকের কাজ করিয়ে থাকেন এবং আমি নিজেও চেষ্টা করছি ব্লক নিয়ে কাজ করতে। আশা করি ব্লক প্রিন্টের খাদির চাহিদা বৃদ্ধি পাবে আগামীতে।