আরিফা মডেল এবং খাদি হিজাবের প্রচার
আরিফা মডেলের শক্তি সম্পর্কে ইতিমধ্যে আমরা অনেকেই অবগত হয়েছি। আরিফা মডেলের কারনে ছোট গ্রুপ এবং পার্সোনাল প্রোফাইলে পণ্যের প্রচার এবং বিক্রি দুই বেড়েছে তা আমরা সবাই জানি।
খাদি নিয়েও বিভিন্ন ছোট গ্রুপে অনেক আলোচনা হয়েছে এবং এখনও হয়। খাদি নিয়ে ‘খাদিবিডি’ গ্রুপ চালু হওয়ার পর থেকে এখন অনেকেই এই গ্রুপে লেখালেখি করছে। এতে করে অনলাইনে খাদির প্রচার বাড়ছে।
খাদি হিজাব নিয়ে ২৪ ঘন্টার অনলাইন খাদি হিজাব ক্যাম্পেইন আরিফা মডেলের শক্তি আবারও প্রমাণিত করেছে। দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা – বিক্রেতা উভয়ে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে। প্রায় ৫০টির উপরে হিজাবের অর্ডার এসেছে এবং এখনও আসছে। অর্থাৎ এতেই প্রমাণিত হয় আমরা সবাই মিলে একসাথে দেশি পণ্যের প্রচারে কতটা ভুমিকা রাখতে পারি।
আরিফা মডেলের সবচেয়ে বড় বিষয় হলো আমাদের এখানে যে যেই পণ্য নিয়ে কাজ করুক না কেন যখন কোন পণ্যের ওয়েভ বা ইভেন্ট হয় তখন সবাই সেই পণ্যটি নিয়েই লেখালেখি করে।
বর্তমানে পিঠার ওয়েভ চলছে এবং এই সময়েও কয়েক হাজার পিস পিঠা বিক্রি হয়ে গেছে। অর্থাৎ সবার অংশগ্রহণে আরেকটি সফল ওয়েভ আমরা দেখতে পাচ্ছি। এই সবকিছুর মূলে রয়েছে আরিফা মডেল।