
নকশীওয়ালা Protap Palash দাদার কাছ থেকে নেয়া এই সুন্দর খাদি শাল টা।এতো ভাল লেগেছে এটা-মনে হচ্ছিল হারানো ঐতিহ্য কে গায়ে জড়াচ্ছি। দাদা, ধন্যবাদ।
পোস্ট সুএ : Porindan Sholi
নকশীওয়ালা Protap Palash দাদার কাছ থেকে নেয়া এই সুন্দর খাদি শাল টা।এতো ভাল লেগেছে এটা-মনে হচ্ছিল হারানো ঐতিহ্য কে গায়ে জড়াচ্ছি। দাদা, ধন্যবাদ।
পোস্ট সুএ : Porindan Sholi
খাদি শালের প্রচারে ক্রেতাদের ছবির গুরুত্ব সবচেয়ে বেশি একজন ক্রেতা একটি পণ্য প্রচারে অন্যতম ভূমিকা রেখে থাকেন। কারন একজন ক্রেতা যখন পছন্দ করে কোন পণ্য ক্রয় করেন এবং ক্রয় করার পর সেটি তার চাহিদার সাথে মিলে যায় তখন তিনি সেই পণ্য পরিধান করে আনন্দ পান এবং সেই পণ্য সম্পর্কে অন্যদের বলে থাকেন যা প্রচারে সবচেয়ে…
আগামী দিনের খাদি পোশাক নিয়েও চিন্তা করতে হবে আমাদেরকে যেমন বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কাজ করে যেতে হয় তেমনি আগামী দিনের কথা মাথায় রেখেও পূর্ব – পরিকল্পনা করে নিজেদের প্রয়োজনীয় পদক্ষেপ সাজিয়ে রাখতে হয়। কারন সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন হয়ে থাকে। যেহেতু আমরা বেশিরভাগ উদ্যোক্তাই পোশাক নিয়ে কাজ করছি তাই আমাদেরকে সব সময়…
খাদি শালের প্রচার বাড়াতে হবে খাদি একটি খুব পরিচিত নাম। খাদি নামটি শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারন যুগ যুগ ধরে খাদির সাথে মিশে আছে এই উপমহাদেশের মানুষের হাজারো গল্প। কাজেই খাদির পরিচিতি নিয়ে কোন সমস্যা নেই। সমস্যা হচ্ছে নতুনভাবে যে খাদি কাপড় দিয়ে বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে তার প্রচারণা তেমন নেই। এখন গ্রামাঞ্চলে…
বাঙ্গালীয়ানায় খাদি আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পোশাক, খাবার – দাবার সবকিছুতেই বাঙ্গালীয়ানা ফুঁটে উঠে। এর মাধ্যমেই আমরা অন্যান্য দেশের সংস্কৃতি থেকে নিজেদের আলাদাভাবে চিন্তা করতে পারি। খাদি কাপড়ের তৈরি পণ্য তারই একটি ধারক। যদিও ভারতে খাদি নিয়ে নানাবিধ উদ্যোগ গ্রহণের মাধ্যমে তারা খাদি পণ্য আরও এগিয়ে নিয়ে গেছে এবং সেখানে জাতীয় পর্যায়ে খাদির ব্যবহারও আমরা…
খাদি হিজাব সুতি হওয়াতে যে ধরনের সুবিধা পাওয়া যায় যারা মূলত হিজাব পরে থাকেন তারা সব সময় চিন্তা করেন আরামদায়ক হিজাবের কথা। এক্ষেত্রে তারা বেশিরভাগ সময় সুতি হিজাব বেছে নেন। স্কুল বা কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা দিনের অনেকেটা সময় বাহিরে থাকেন তাই তারা হিজাব পরার জন্য সব সময় সুতি হিজাবকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এছাড়া অফিসগামী…
খাদি ব্লক প্রিন্টের পণ্যের চাহিদা বৃদ্ধি করতে হবে ব্লক প্রিন্টের পোশাক হোক বা ঘর সাজানোর জিনিসপত্র তা সব সময় গ্রহণযোগ্য। ব্লক প্রিন্ট সম্পর্কে একটা নেতিবাচক ধারণা রয়েছে যে, ব্লক প্রিন্টগুলো দেখতে সব প্রায় একি রকম। কিন্তু ভুলে গেলে চলবে না সময়ের পরিবর্তন এখন অনেক কিছুতেই পরিবর্তন এনেছে তাই নতুন নতুন ডিজাইনের ডাইস বাজারে পাওয়া যায়…