নকশার বৈচিত্র্য খাদি পোশাকের বিক্রি বৃদ্ধি করছে
পোশাকের বিক্রি বৃদ্ধি করতে হলে তাতে নতুন নতুন বৈচিত্র্য নিয়ে আসতে হয়। আর এক্ষেত্রে পোশাকে নতুন নকশা নিয়ে আসা গুরুত্বপূর্ণ একটি বিষয়।
খাদির ইতিহাস ঘাটলে দেখা যায় পর্যায়ক্রমে খাদিতে নতুন নতুন নকশা ফুঁটিয়ে তোলা হয়েছে। কারন সময়ের পরিবর্তন সাথে সাথে মানুষের পছন্দের পরিবর্তন ঘটেছে। তাই সাধারণ এসব ক্রেতার কথা মাথায় রেখেই বিভিন্ন ফ্যাশন হাউজগুলো তাদের পোশাকে বৈচিত্র্যময় নকশা ফুঁটিয়ে তোলার চেষ্টা করে থাকেন যেন ক্রেতা তা পছন্দ করেন।
অনলাইনে খাদি নিয়ে কাজ করার ক্ষেত্রে উদ্যোক্তাদের খাদি দিয়ে তৈরি পোশাকে নতুন নতুন নকশা ফুঁটিয়ে তুলতে দেখেছি। এর সবচেয়ে অন্যতম উদাহরণ হলো খাদিতে হ্যান্ডপেইন্ট। হ্যান্ডপেন্টের মাধ্যমে খাদি পোশাকে যেকোন ধরনের নকশা ক্রেতার চাহিদা অনুযায়ী ফুঁটিয়ে তোলা সম্ভব। এছাড়া খাদিতে ব্লক – বাটিকতো আছে যা খাদি পোশাকে নতুনত্ব নিয়ে এসেছে। খাদি পোশাকে নকশার এই বৈচিত্র আমাদেরকে ধরে রাখতে হবে যেন, দিন দিন এসব পোশাকের চাহিদা না কমে বাড়তে থাকে। তবে এর জন্য প্রয়োজন খাদি নিয়ে অনেক বেশি গবেষণার যা খাদি শিল্পে এনে দেবে নতুন নতুন সম্ভাবনার সুযোগ।