মিডিয়ার মাধ্যমে খাদির প্রচার বাড়ছে
মিডিয়াকে বলা হয় প্রচারের প্রাণকেন্দ্র। যেকোন বিষয় খুব সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার অন্যতম মাধ্যম হচ্ছে মিডিয়া। আর এখানে যারা রিপোর্ট প্রেজেন্ট করে তাদের পোশাকের দিকেও সবার আলাদা নজর থাকে। বেশিরভাগ সময় নারী রিপোর্ট প্রেজেন্টার যারা আছে তারা দেশীয় থ্রি – পিস এবং শাড়ি পরে থাকে যা সহজেই মানুষের নজর কাড়ে।
আজকেও এক নিউজ প্রেজেন্টারকে দেখলাম খাদি শাড়ি পরে নিউজ পড়ছে। একদম সিম্পল একটি এক রঙের শাড়ি কিন্তু দেখতে স্মার্ট লাগছিল। দেশীয় শাড়ির সৌন্দর্যই এখানে খুব সাধারণ তাঁতের শাড়িগুলো নজরে পরে যায়। আর যারা নিউজ প্রেজেন্ট করে তারা অনেক গুছিয়ে শাড়ি পরেন তাই আরও সুন্দর লাগে।
২০১৯ সালে রাজিব স্যার যখন দেশি পণ্যের প্রচারের কথা সব জায়গায় তুলে ধরার চেষ্টা করছেন তার মধ্যে মিডিয়া অন্যতম। যদি মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে দেশীয় পোশাক পরার প্রচলন বাড়ে তাহলে তা দেশি পণ্যের প্রচারে অনেক বড় ভূমিকা রাখবে। এখন নিউজগুলো দেখলেই সেখানে দেশীয় বিভিন্ন ধরনের শাড়ির ব্যবহার দেখা যায় যা আগের তুলনায় অনেকটা বেড়েছে। এভাবে আমাদের দেশীয় পণ্যের প্রচার সর্বত্র ছড়িয়ে পড়বে।