দেশি পণ্যের উদ্যোক্তাদের দেশি পণ্যের প্রচারে মনোযোগী হতে হবে
রাজিব আহমেদ স্যার সব বলেন পণ্য কেনার থেকে পণ্যের প্রচারে মনোযোগী হতে হবে। কিভাবে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে দেশি পণ্যের প্রচার বৃদ্ধি করা যায় সেদিকে নজর দিতে হবে। এতে করে দেশি পণ্যের প্রতি সাধারণ ক্রেতার আগ্রহ বাড়বে। বিগত বছরগুলোতে আমরা দেখেছি আস্তে আস্তে কিভাবে বিদেশি পণ্যকে সরিয়ে অনলাইনে দেশি পন্য জায়গা করে নিয়েছে। এর একটাই কারন দেশি পন্য নিয়ে অনলাইনে আলোচনা।
বর্তমানে ডলার ক্রাইসিসের কারনে পণ্য আমদানি করা সম্ভব হচ্ছে না তাই দেশি পণ্যের উপরেই ভরষা করতে হচ্ছে যা আমরা করোনার সময় দেখেছি যখন পণ্য আমদানি – রপ্তানি বন্ধ ছিল। বৈশ্বিক পরিস্থিতি আজকে আমাদের আবার সেই জায়গায় এনে দাঁড় করিয়েছে। কাজেই এখন যদি আমরা আমাদের দেশীয় পণ্য নিয়ে সিরিয়াস না হই তাহলে আগামীতে আমাদের অবস্থা আরও খারাপ হবে এতে কোন সন্দেহ নেই।
তাই আমরা যারা দেশি পন্য নিয়ে কাজ করছি আমাদেরকে দায়িত্ব নিয়েই দেশি পণ্যের প্রচারের দিকটা লক্ষ্য রাখতে হবে এদিকে ছোট ছোট গ্রুপ যারা আরিফা মডেল ফলো করছে তারা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। আশা করি আমাদের সম্মিলিত চেষ্টায় একদিন আমরা স্বনির্ভর হয়ে উঠবো।