শীতে হাতে বুনা খাদি শালের প্রচারণা বাড়াতে হবে
এখন শীতকাল। চারিদিকে শীতের আমেজ শুরু হয়ে গেছে। সেই সাথে স্কুল – কলেজেও শীতের ছুটি চলছে। তাই কেউ পরিবারের সদস্যদের সাথে ঘুরতে যাচ্ছে কেই আবার বন্ধুদের সাথে। আবার অনেকে পিকনিকে যাওয়ার আয়োজন করছে। আসলে শীত মানেই উৎসব উৎসব একটা ভাব। মার্কেটে শীতের কাপড় কেনার জন্য ক্রেতাদের উপস্থিতিও থাকে চোখে পরার মতো।
ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখেই দেশীয় শালের প্রচারণা বাড়াতে হবে। দেশীয় শালের মধ্যে খাদি অন্যতম। চাহিদার দিক থেকে যেমন খাদি শালের কদর রয়েছে তেমনি ঐতিহ্যের দিকটা চিন্তা করলেও খাদি শালের রয়েছে গৌরবময় ইতিহাস।
আবার হাতে বুনা খাদি শাল ইকোফ্রেন্ডলী। এদিক থেকে দেখলে খাদি শালের উৎপাদন সাসটেইনেবল বিজনেসের আওতায় পরে। গ্রীন বিজনেসের প্রসার বাড়াতে হলে তাঁতে তৈরি দেশীয় শালের প্রচারণা বাড়াতে হবে। এসব শাল তৈরিতে যে কাঁচামাল ব্যবহার করা হয় তা ন্যাচারাল উপায়ে তৈরির দিকে নজর দিতে হবে।
শীতকালীন বিভিন্ন মেলায় অংশগ্রহণ করার মাধ্যমে খাদি শালের বিভিন্ন দিক তুলে ধরতে হবে মেলায় অংশগ্রহণকারী সবার উদ্দেশ্য। এতে করে হাতে বুনা ইকোফ্রেন্ডলী দেশীয় খাদি শাল সম্পর্কে সবাই জানতে পারবে এবং খাদি শাল নিয়ে তাদের আগ্রহ তৈরি হবে যা শালের চাহিদা বৃদ্ধিতে সহায়তা করবে।