খাদির ইনফোগ্রাফ করা প্রয়োজন
ইনফোগ্রাফ কি এনিয়ে আমাদের অনেকেরি ধারণা নেই। ইনফোগ্রাফ হচ্ছে এক জায়গায় পণ্যের ছবি, সংখ্যা এবং লেখার সমন্বয়ে গঠিত একটি চিত্র যার মাধ্যমে খুব সহজে পণ্যের যাবতীয় তথ্য পাওয়া যায়। আমাদের কাছে অপরিচিত হলেও বড় বড় কোম্পানিগুলো তাদের পণ্য সহজে সাধারণ ক্রেতার কাছে পরিচিত করে তুলতে তাদের পণ্যের ইনফোগ্রাফ তৈরি করে থাকে। খাদিরও এমন ইনফোগ্রাফ তৈরি করা প্রয়োজন।
খাদির ইইনফোগ্রাফ তৈরি করা গেলে খাদি নিয়ে সহজেই অনেকে জানতে পারবে। এছাড়াও যখন কোন বিজনেস প্রেজেন্টেশন দেয়ার প্রয়োজন হয় তখন ইনফোগ্রাফ অনেক গুরুত্ব বহন করে যা বিনিয়োগকারিকে উৎসাহিত করে পণ্যটি নিয়ে জানার কারন এর মাধ্যমে কম সময়ে একটি পণ্যের যাবতীয় বিষয় জানা যায়। যেমন : খাদি পণ্যের কিছু ছবি এবং তার সাথে কিছু তথ্য এবং সেই সাথে সংখ্যায় বাজার চাহিদার পরিমাণ, বাৎসরিক আয়-ব্যয় ইত্যাদি সংখ্যার মাধ্যমে বুঝানো। এর ফলে তারা খাদি পণ্য বিনিয়োগ করতে চায় কিনা এনিয়ে নিজেদের মতামত জানাতে পারবে। এভাবে যদি খাদির ইনফোগ্রাফ সাজানো যায় তাহলে খাদি নিয়ে কাজ করা উদ্যোক্তাদের দক্ষতা প্রকাশ পাবে যা বিনিয়োগকারীসহ অন্যান্যদের খাদি নিয়ে কাজ করতে আগ্রহী করে তুলবে।