দেশীয় শাড়ির ইভেন্টে খাদি শাড়ির নতুন ইনোভেশন
গতকাল ৮ই জুলাই অনুষ্ঠিত হয়েছে ৫১ রকমের দেশীয় শাড়ির প্রদর্শনী ইভেন্টে। এই ইভেন্টের মূল লক্ষ্য ছিলো দেশীয় শাড়িগুলোর মধ্যে কোনগুলো জি আই ট্যাগ পেতে পারে তা নিয়ে আলোচনা করা।
আমাদের দেশে কত ধরনের শাড়ি হয় তা আমরা অনকেই জানিনা। যেই শাড়িগুলো সম্পর্কে জানি সেগুলো নিয়ে সব সময় প্রচার – প্রচারণার ফলেই মূলত সেগুলো আমাদের মাথায় ঢুকে গেছে। কিন্তু এমন অনেক বিখ্যাত বিখ্যাত শাড়ি আছে যেগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের নজরে আনা সম্ভব। আর সেই লক্ষ্যই এই ইভেন্টের আয়োজন, যেখানে আপুরা দেশীয় বিভিন্ন শাড়ি পরে অংশগ্রহণ করবেন এবং এর মাধ্যমে দেশীয় শাড়ির প্রচার বাড়বে।
দেশীয় শাড়ির মধ্যে খাদি শাড়ি অন্যতম। খাদি এমন একটি ম্যাটেরিয়াল যার মধ্যে সব ধরনের ইনোভেশন করা সম্ভব। যেমন খাদি শাড়িতে হ্যান্ডপেইন্ট করার মাধ্যমে এর নতুন নতুন ডিজাইন আনা সম্ভব যা খাদি শাড়িতে নতুন মাত্রা যোগ করবে। আবার খাদিতে ব্লক, বাটিক, টাই-ডাই, স্ক্রিনপ্রিন্টের মাধ্যমেও অনেক ইনোভেশন আনা সম্ভব। আশা করি আগামী শাড়ির ইভেন্টে দেশীয় খাদি শাড়ি নতুন নতুন ইনোভেশন আমরা দেখতে পাবো।