খাদি কাপড়ের জনপ্রিয়তা ধরে রাখার মাধ্যম খুঁজতে হবে
খাদি কাপড় কেনো জনপ্রিয় এখনও অনেকের মনে এই প্রশ্ন রয়ছে । এর অবশ্য যথেষ্ট কারন রয়েছে। বর্তমান বাজারে বিভিন্ন ধরনের কাপড়ের মধ্যে খাদি কাপড় আলাদা করে অনেকেই চেনে না। কিন্তু এর ব্যতিক্রম রয়েছে ভারতে, সেখানে খাদি কাপড় দিয়ে তৈরি যেকোন জিনিস জনপ্রিয় করে তুলতে খাদি নামের ব্যবহার যথেষ্ট পরিমাণ করা হয়ে থাকে। বড় বড় ডিজাইনরা খাদি দিয়ে তৈরি পোশাক প্রদর্শনীর জন্য নানা আয়োজন করে থাকে। আমাদের দেশেও হয় কিন্তু সেভাবে না। যার জন্য এই কাপড় এখন নতুন প্রজন্মের কাছে অচেনা। নতুন এই প্রজন্মের কাছে খাদি কাপড়ের জনপ্রিয়তা তুলে ধরতে হবে।
খাদির ইতিহাস, বুনন কৌশল, খাদি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পণ্যের প্রদর্শনী ইত্যাদি বিষয়গুলো নিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্টগুলো লিখিত হতে পারে আবার ভিডিও বা ইমেজ হতে পারে। এছাড়া বর্তমানে জি আই পণ্য নিয়ে কাজ করার ফলে বিভিন্ন জেলায় আমাদের যাওয়া হচ্ছে সেখানে আমরা খাদি নিয়ে কথা বলতে পারি। কিভাবে খাদি পণ্যের প্রচার এবং ব্যবহার বাড়ানো যায় এনিয়ে আলোচনা হতে পারে। আলোচনা সাপেক্ষে আমরা নানাবিধ উপায় খুঁজে বের করতে পারি যেনো খাদি কাপড়ের জনপ্রিয়তা ধরে রাখা সম্ভব হয় যেমনটা আমরা জামদানির বেলায় দেখি। শত প্রতিবন্ধকতার মাঝেও জামদানির জনপ্রিয়তা এতটুকু কমেনি। আশা করি আমাদের দেশীয় ঐতিহ্যবাহী পণ্যগুলো যুগ যুগ ধরে এভাবেই জনপ্রিয় হয়ে থাকবে।