খাদিকে শীতবস্ত্র হিসেবে জনপ্রিয় করতে খাদি মেলা বা প্রদর্শনীর উদ্দ্যোগ দিতে হবে।
একসময় খাদির শীতের পোশাক বলতে আমরা শুধুমাত্র খাদি শালের কথাই জানতাম। তবে বর্তমান সময়ে শীতকালে ব্যবহার উপযোগী খাদি পোশাকে যেমন এসেছে বৈচিত্র্য তেমনি লেগেছে নান্দনিকতার ছোঁয়া। হাতে বোনা মোটা খাদি কাপড়ের সেকেলে ধারা থেকে বের হয়ে এসে খাদি উদ্যোক্তারা এখন নতুন আঙ্গিকে তৈরি করছেন খাদির তৈরি শাড়ি, কামিজ, পনচো, টপ, কুর্তা, গাউন, লং জ্যাকেট, কামিজ,…