
খাদির উপরে আমাদের পাশের দেশ ভারতে অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যার জন্য গুগল সার্চ করলে তাদের পণ্যগুলোই আমরা দেখতে পাই। খাদি শালের উপরে সার্চ করলে তাদের তৈরি করা শালগুলো চলে আসে। এখানে আমাদের যায়গা করাটা অনেক চ্যালেঞ্জ হলেও সেটা নিয়ে কাজ করতে হবে। কারন আজকে ভারত খাদি নিয়ে যে পজিশনে আছে সেটা একদিনে হয়নি। তাদের অনেক বছর ধরে লেগে থাকার ফলে আজকে তাদের এই অবস্থান। বাংলাদেশি খাদি শাল নিয়ে এখন থেকেই কাজ করতে হবে যেন গুগলে তা রিচ করানো সম্ভব হয়। এর জন্য প্রয়োজন খাদি শাল নিয়ে আলাদা ওয়েবসাইট এবং এসব ওয়েবসাইট পরিচালনার জন্য দক্ষ জনবল। বাংলাদেশি প্রতিটি খাদি শালের সাথে সেই শাল তৈরি হওয়ার গল্পটাকেও তুলে ধরতে হবে যাতে করে সহজে সেই শাল নিয়ে জানা সম্ভব হয়। আমি আশাবাদী একদিন গুগল সার্চ করলে বাংলাদেশের খাদি শাল নিয়েও আলাদা অনেক কন্টেন্ট এবং ছবি আমরা দেখতে পাব।