গরমে সুতি খাদির চাহিদার সুযোগে খাদির বাজার প্রসারিত করতে হবে।
মূলত দুই ধরনের খাদি হয়ে থাকে। সিল্ক সুতার উচ্ছিষ্ট থেকে যে খাদি তৈরি হয় তাকে আন্ডি সিল্ক বলে। আর সুতি সুতার উচ্ছিষ্ট থেকে তৈরি হয় সুতি খাদি। সুতি খাদি সহজে ঘাম শুষে নেয় তাই গরমে এই কাপড়ের চাহিদা থাকে সবচেয়ে বেশি। শুধু খাদি নয় গরমকালে যেকোন ধরনের পোশাক ক্রয় ক্রয়ার ক্ষেত্রে ক্রেতা সব সময় সুতি…